বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি কমানোর প্রতিফলন বাজেটে আছে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বিশ্বজুড়ে চরম মূল্যস্ফীতি শুরু হয়েছে। বাংলাদেশও তার বাইরে নয়। এটাকে অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিফলন এ বাজেটে রয়েছে। প্রতি বছর বাজেটের আকার ১৩-১৪ শতাংশ বাড়ে। এবার বেড়েছে ৬ শতাংশ। এ জন্য এটাকে সংকোচনমূলক জনবান্ধব বাজেট বলা যায়। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, সংকোচনমূলক হলেও সামাজিক নিরাপত্তা ও শিক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে। যাদের আয় বেশি তাদের ওপর বেশি কর আরোপ করা হয়েছে। নিম্নআয়ের জনগোষ্ঠীর ওপর কর কমানো হয়েছে। এটা সাধারণ মানুষের বাজেট। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শুধু জ্বালানি কিনতে বাংলাদেশকে অতিরিক্ত ১৪.৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। কভিড না হলে, বাজার স্থিতিশীল থাকলে এ ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকত। ক্রুড অয়েলের দাম ৬২ ডলার থেকে বেড়ে ১০০ ছাড়িয়ে যায়। পরে কিছু কমলেও আগের জায়গায় আসেনি। এর মধ্যেও আমাদের অর্থনীতি স্থিতিশীল রাখতে পেরেছি। এ বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে, যা বিদেশি ও দেশি উৎস থেকে ঋণ করা হবে, সেটি কিন্তু আমাদের জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। ৫ শতাংশের মধ্যে থাকলে তাকে স্টান্ডার্ড বলা হয়। আমেরিকা কিন্তু জিডিপির ৬ শতাংশের ওপরে ঋণ করছে। আমাদের ঋণ সহনীয় মাত্রায় আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর