শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা : আইজিপি

গাজীপুর প্রতিনিধি

পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বিকালে ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শন করতে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সে জন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য যাত্রীসাধারণকে অনুরোধও করেন আইজিপি।

এর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. মাহবুব আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর