শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে যানজট

কুমিল্লা প্রতিনিধি

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় অবরোধ করেছেন ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা। গতকাল বেলা ১১টা থেকে আন্দোলনে নামেন তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধে ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ, পশুবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্সের রোগীরা। দুপুর পৌনে ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেনিম প্রসেসিং প্লান্টের কয়েক শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ বোনাসের টাকা না দেওয়ায় অবরোধে নামেন তারা। তবে শনিবার বেতনের আশ্বাসে তারা সড়ক ছেড়েছেন। সময় মতো বেতন দেওয়া না হলে আবারও আন্দোলনে যেতে পারেন বলে জানান তারা।

 

সর্বশেষ খবর