খুলনা নগরজুড়ে মাদকের ছড়াছড়ি। মাদক বেচাকেনায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঘটছে হত্যাকাণ্ড। একই সঙ্গে মাথা চাড়া দিয়েছে কিশোর গ্যাং। গত কয়েক মাসে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তিন শতাধিক কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হয়েছে। পুলিশের অভিযানে প্রতিদিন গড়ে তিনটি মাদক মামলায় পাঁচ-ছয়জন গ্রেফতার হয়। কিন্তু কিছুদিনের মধ্যে তারা জামিনে বের হয়ে আবার জড়িয়ে পড়ছে অপরাধে। এ পরিস্থিতিতে…