রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা
ভাটারায় এসি বিস্ফোরণ

মারা গেলেন শিশু আয়ানের নানাও

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়। এ ঘটনায় দগ্ধ তিন বছর বয়সী শিশু আয়ান ও তার খালা ফুতু আক্তারের (১৫) মৃত্যু হয়। গতকাল আয়ানের নানা আবদুল মান্নানও (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় শিশুটির মা ব্রেইন টিউমার রোগী রকসি আক্তার (২০) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে, ১০ জুন সন্ধ্যায় ভাটারা এলাকার একটি বাসার নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। রকসি আক্তার ব্রেইন টিউমার রোগী। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাইজপাড়া গ্রামে। চলতি মাসের ১ জুন তারা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। ৬ জুন এভারকেয়ার হাসপাতালে রকসির অপারেশন হয়। হাসপাতালের পাশে একটি বাসার নিচতলায় রুম ভাড়া নেন। সেখান থেকে হাসপাতালে যাওয়া-আসা করতেন। ঘটনার দিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে এলে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রকসির বাবা, বোন ও সন্তান মারা যান।

 

 

সর্বশেষ খবর