শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী

নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী আজ। ‘জননী সাহসিকা’ খ্যাত কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে সকাল সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় স্থাপিত কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। কবি সুফিয়া কামাল ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পরিবারসহ কলকাতা থেকে ঢাকায় ফিরে আসেন। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং এ আন্দোলনে নারীদের উদ্বুদ্ধ করেন। ১৯৫৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন শিশু সংগঠন- কচিকাঁচার মেলা।

সর্বশেষ খবর