বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’য় গিয়ে তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। জানা যায়, রাত ৮টার দিকে নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। প্রায় এক ঘণ্টা তারা ফিরোজায় অবস্থান করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আসতে পারেননি। তিনি নিজ গ্রামের বাড়িতে আছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাঁরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রিয় দেশবাসী ও বিএনপির নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । এদিকে গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার ঈদের দিন কেটেছে গুলশানের বাসা ফিরোজায়। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ লন্ডনে, ছোট ছেলের স্ত্রী ও সন্তানরাও দেশের বাইরে। তাই দেশে থাকা ভাইয়ের পরিবারসহ ঘনিষ্ঠ স্বজনদের নিয়েই ঈদ কাটিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে কোরবানি : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং বিগত আন্দোলনে নিহত হওয়া ১৮ জন দলীয় নেতা-কর্মীর নামে ৩টি গরু কোরবানি দেওয়া হয়েছে। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ কোরবানি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সর্বশেষ খবর