বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

চামড়াবাহী পিকআপ আটকে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চামড়াবাহী একটি পিকআপ ভ্যান থেকে পুলিশের এসআই হোসেন ইবনে নাঈম ভূঁইয়ার চাঁদা দাবির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাবিবির দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। পরে চামড়াগুলোর মালিক দক্ষিণ চরতি দাখিল মাদরাসা কমিটির অনুরোধে গাড়িটি ছেড়ে দেয় পুলিশ। ওই মাদরাসার পরিচালনা কমিটির সদস্য সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী জানান, মাদরাসার পক্ষ থেকে সংগৃহীত চামড়াগুলো চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকার একজন আড়তদারের সঙ্গে দরদাম ঠিক করে পিকআপযোগে পাঠানো হচ্ছিল। গাড়িটি আনোয়ারা থানার এক পুলিশ কর্মকর্তা আটকে ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গাড়িটি থানায় নিয়ে যান ওই এসআই। পরে ওসিকে বলে গাড়িটি ছাড়ানো হয়।

সর্বশেষ খবর