শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

হাঁড়িভাঙা বাজারে আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হাঁড়িভাঙা বাজারে আসছে আজ

রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল মাঠে আজ জিআই পণ্য হাঁড়িভাঙা আম মেলা ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আবদুস শহীদ। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, হাঁড়িভাঙা আম ২০ জুন থেকে বাজারে পাওয়ার কথা থাকলেও আজ কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আবদুস শহীদ আমের মেলার উদ্বোধন করবেন।

জানা গেছে, চলতি মৌসুমের প্রথম থেকেই প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার কারণে এবার আমের সাইজ অন্যান্য বছরের তুলনায় ছোট হয়েছে। এরপরও আমের উৎপাদন নিয়ে চাষিরা খুশি। এবার হাঁড়িভাঙা আম দেড় হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ১০ মেট্রিক টন আমের ফলন হয়। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকার বেশি। মিঠাপুকুরের আখিরারহাট, মাঠের হাট, খোড়াগাছ, বদরগঞ্জের শ্যামপুর, রংপুর সদরের কিছু এলাকায় কয়েক হাজার হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর