শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পুবপাশে গত বুধবার রাতে বাংলাদেশ প্রতিদিনের একটি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়ে। তারা গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ‘পত্রিকার গাড়ি’ বুঝতে পেরে ক্ষান্ত দিয়ে তাদের ব্যবহৃত গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উত্তরা যাওয়ার জন্য পত্রিকার গাড়িটি কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারে ওঠার মুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক নিচে কিছুটা আলো-আঁধারে রাত সোয়া ১২টায় এ ঘটনা। এ সময় ধীরগতির একটি গাড়ি ‘ঢাকা মেট্রো গ-২৭৬৭৬৯’ হঠাৎ বাংলাদেশ প্রতিদিনের গাড়িকে বাঁ-দিকে চাপ দেয়। বাংলাদেশ প্রতিদিনের গাড়ির চালক বিষয়টিকে ওই গাড়ির চালকের অসাবধানতা ভেবে পাশ কাটিয়ে নিজের গাড়ি চালানোর চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারীদের গাড়িটি ইচ্ছে করে আবার চাপ দেয়। তখন গাড়ির জানালার গ্লাস নামিয়ে কী সমস্যা জানতে চাইলে ওই গাড়ির চালকের পাশে বসা লাল টি-শার্ট পরিহিত এক যুবক তেড়ে এসে বাংলাদেশ প্রতিদিনের গাড়ির চালকের শার্টের কলার ধরে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় ওই গাড়ির ড্রাইভিং সিট থেকে আরেক ব্যক্তি নেমে আসেন এবং বাংলাদেশ প্রতিদিনের চালককে গাড়ি থেকে নামিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন কোমর থেকে অস্ত্র বের করতে যাচ্ছিলেন, ঠিক তখনই গাড়ির উইন্ডশিল্ডে ‘বাংলাদেশ প্রতিদিন’ লেখা স্টিকার দেখতে পেয়ে শার্টের কলার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নিজেদের গাড়িতে উঠে চম্পট দেন। পরে বাংলাদেশ প্রতিদিনের গাড়ি ছিনতাইকারীদের গাড়িকে ধাওয়া করলে গাড়িটি দ্রুতগতিতে উত্তরা জসীমউদ্দীন সড়কের মোড় থেকে পশ্চিম দিকে চলে যায়।

সর্বশেষ খবর