শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

সংখ্যা নয়, মানসম্মত চিকিৎসাসেবা জরুরি : স্বাস্থ্যমন্ত্রী

‘চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আমার কাছে সংখ্যা নয়, বরং মানসম্মত চিকিৎসাসেবাই মুখ্য। তাই মানের দিকে নজর দিতে হবে। অ্যান্ডোসকপি, আলট্রাসনোগ্রাফিসহ এসব পরীক্ষা একসঙ্গে ৭০টি না করে, সংখ্যায় কম হলেও যেন মানসম্মতভাবে হয়।’

গতকাল ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্যব্যবস্থা সরেজমিনে দেখব। সেটার অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগসহ আরও তিনটি হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাবএইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে উনাদের আরও যত্নশীল হতে হবে।’

সামন্ত লাল সেন বলেন, ‘চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।’

এরপর মন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী ডকুমেন্টেশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কি না দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান প্রমুখ।

 

সর্বশেষ খবর