শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা চলছে, সাড়া মিলছে না

নিজস্ব প্রতিবেদক

বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা চলছে, কিন্তু আশানুরূপ সাড়া মিলছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দেশের বাণিজ্য সম্প্রসারণে সরকার ২৬ দেশের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি করেছে বলেও এ সময় জানান তিনি।

গতকাল রাজধানীর টিসিবি ভবনে বিএফটিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের বাণিজ্য নীতি : বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। এর ওপর আলোচনা করেন বিএফটিআই এর সিইও ড. জাফর উদ্দিন, বিল্ড এর সিইও ফেরদৌস আরা বেগম, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ।

দেশের বাণিজ্য সম্প্রসারণে সরকার ২৬ দেশের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি করেছে

আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য প্রতিমন্ত্রী

বিটিটিসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন।

এক দেশে দুই ধরনের বাণিজ্য নীতি আছে জানিয়ে মূল প্রবন্ধে ড. জাইদি সাত্তার বলেন, রেডিমেড গার্মেন্টস খাতে নানা ধরনের নীতি সহায়তা দেওয়া হচ্ছে। অন্য ১৪-১৫ রপ্তানিযোগ্য পণ্যে এ ধরনের নীতি সহায়তা দেওয়া হচ্ছে না। যা বৈষম্যমূলক। এর ফলে রপ্তানি বৈচিত্র্যকরণ করা কঠিন হচ্ছে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কিছু পণ্য আমরা আমদানি করতে চাই না। কিছু পণ্য নিজের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি করতে চাই। দেশীয় বাজার ও রপ্তানি বাজারে সাপোর্টের একটা ফারাক আছে। সেই ফারাকটা না কমলে নতুন উদ্যোক্তাদের মধ্যে রপ্তানির তাগিদ আসবে না।

সর্বশেষ খবর