শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

মিথ্যা চুরির মামলায় বৃদ্ধ বাবাকে জেলহাজতে পাঠানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মিথ্যা চুরির মামলায় বৃদ্ধ বাবাকে জেলহাজতে পাঠানোর অভিযোগ করা হয়েছে। গতকাল দুপুরে রংপুর সিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে নগরীর পরশুরাম থানা এলাকার ভুক্তভোগী খলিলুর রহমানের মেয়ে খালেদা খাতুন বলেন, মো. আবদুস সালাম আমাদের প্রতিবেশী ও প্রভাবশালী। তিনি আমার মায়ের নামে রেকর্ডীয় ও নিজ নামে খারিজকৃত বসতবাড়ির কিছু জমি জোরপূর্বক দখল করে গোডাউন তৈরি করেন। আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বললে কয়েক দফায় মারধর করেন এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বছর ১৮ জানুয়ারি তারা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বেধড়ক মারধর করেন। দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়। যা চলমান রয়েছে। এদিকে ১৪ জুন পরশুরাম মেট্রোপলিটন থানা পুলিশ আমার বাবাকে থানায় নিয়ে যায়।

পরদিন তাকে মিথ্যা বাঁশ চুরির মামলা দিয়ে আদালতে চালান করেন। বর্তমানে আমার বাবা জেলহাজতে আছেন। বাবার বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু তদন্ত দাবি করছি। পরশুরাম থানাার ওসি হোসেন আলী বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে।

 

সর্বশেষ খবর