শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশ্বসংগীত দিবস আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ ২১ জুন, বিশ্বসংগীত দিবস। ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদযাপনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে এ ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন। তবে অনেকের মতে, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদযাপন করতে সারারাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনার পরবর্তী ফলাফল হিসেবেই আসে ২১ জুনের সংগীত দিবস। বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে দিবসটি উদযাপিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিবছর ২১ জুন বিশ্বসংগীত দিবস পালিত হচ্ছে। ‘বিশ্ব জাগাও গানের সুরে, বিশ্ব দানব পালাক দূরে’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে আজ শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান।

এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে থাকছে অর্কেস্ট্র্রা ‘সানফ্লাওয়ার’। সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন টেপরী মাতারি। বিদেশি ভাষার একক সংগীত পরিবেশন করবেন নিতা খন্দকার ও নুসরাত জাহান কৃতি। থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এ ছাড়া ২০ জন তারকাশিল্পী দলীয় সংগীত পরিবেশন করবেন।

ধারাবাহিক পরিবেশনায় ঢাকা সাংস্কৃতিক দল বিদেশি গান পরিবেশন করবেন। সবশেষে দলীয় সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর