শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে : খাদ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কেউ যাতে অতিরিক্ত মজুত করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরইর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও সুষ্ঠু বিপণনব্যবস্থা নিশ্চিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সে আলোকে কৃষির উৎপাদন বৃদ্ধিতে ভর্তুকিসহ উচ্চফলনশীল জাতের উদ্ভাবন করা হচ্ছে। যেখানে আগে বিঘাপ্রতি ৮ থেকে ১০ মণ ধান হতো, এখন সেখানে ৩০-৩৫ মণ ধান হচ্ছে। তিনি বলেন, আগামী ডিসেম্বর নাগাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষণের জন্য স্টিল সাইলোটির উদ্বোধন করা হবে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন প্রমুখ।

সর্বশেষ খবর