শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু ট্রাস্টের সংস্কার করা হবে

-সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু ট্রাস্টের সংস্কার করা হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডে (জিসিএফ) ডাইরেক্ট এক্সেস এনটিটি হিসেবে বিসিসিটির নিবন্ধন পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ২৯তম কনফারেন্স অব দ্য পার্টিজের প্রস্তুতি বিষয়ে মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জলবায়ু বিশেষজ্ঞদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী বলেন, কপ২৯ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ ফিন্যান্সে বাংলাদেশ যাতে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারে সেভাবে প্রস্তুতি নিতে হবে। সভায় সম্প্রতি জার্মানির বন শহরে অনুষ্ঠিত ৬০তম সাবসিডিয়ারি বডির সভায় অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দল ওই সভায় নেওয়া সিদ্ধান্ত পরিবেশমন্ত্রীকে জানান এবং মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর