শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

বন্যাজনিত বিপর্যয়ের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বন্যাজনিত বিপর্যয়ের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না : সাইফুল হক

বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এ বন্যার দুর্গতি অনেকটা মানবসৃষ্ট। কেবল প্রকৃতির দোহাই দিয়ে বন্যাজনিত বিপর্যয়ের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত অঞ্চলে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছাতে হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, উজানে নদীর ওপর নির্মিত সব স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া, উন্নয়নের নামে অপরিকল্পিত বাঁধ, অবকাঠামো নির্মাণ, খাল, জলাশয়, নদী ভরাটের কারণে বন্যাজনিত দুর্ভোগ বেড়ে চলেছে।

হাওরের বুক চিরে আত্মঘাতী সড়ক নির্মাণ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করে সাইফুল হক বলেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, উত্তরবঙ্গে তিস্তা অববাহিকাসহ দেশের বড় অঞ্চলের মানুষ এখন বন্যাদুর্গত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর