শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
রাজশাহী

লোকসানে চরাঞ্চলে বিদ্যুৎ গ্রিড বন্ধ, ভোগান্তিতে মানুষ

চাহিদা অনুযায়ী উৎপাদন কম ও খরচ বেশি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে আভা মিনি গ্রিড প্রজেক্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। চাহিদা অনুযায়ী উৎপাদন কম ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফলে দুই দিন ধরে ভোগান্তিতে রয়েছেন চরাঞ্চলের মানুষ। আভা মিনি গ্রিড প্রজেক্টের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে সরকারের সঙ্গে তাদের চুক্তি হয় বিকল্প বিদ্যুৎ উৎপাদন করে চরাঞ্চলে সরবরাহের। চুক্তি অনুযায়ী সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। চুক্তির সময় কথা ছিল, এটির দায়িত্ব নেবে স্থানীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। সে হিসেবে রাজশাহীর এ সরবরাহ কেন্দ্রটির দায়িত্ব নেওয়ার কথা নেসকোর। কিন্তু তারা এখন পর্যন্ত দায়িত্ব নেয়নি। গত দুই বছরে ১৪৮ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে চরাঞ্চলের পরিবারগুলোয় সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান, সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহের কথা থাকলেও সোলার প্যানেলগুলো আগের মতো কাজ করছে না। ফলে জেনারেটরের মাধ্যমে তাদের বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চলছে। সম্প্রতি পুরোপুরি জেনারেটরনির্ভর হয়ে পড়ায় খরচ কয়েক গুণ বেড়ে যায়; যা প্রতিষ্ঠানটিকে লোকসানে ফেলেছে। লোকসান কাটিয়ে উঠতে না পারায় গ্রিডটি বন্ধ করে দেওয়া হয়েছে। আভা মিনি গ্রিড প্রজেক্টের পরিচালক মেসবাউল হক সুজন জানান, এখন গ্রিডটির উৎপাদনক্ষমতা ৪০-৪৫ কিলোওয়াটে নেমে এসেছে। শুধু বাতি ও ফ্যান চালানোর কথা থাকলেও অনেকে টিভি, ফ্রিজ ব্যবহার শুরু করেছেন। উৎপাদন কমে গেলেও চাহিদা অনেক বেড়ে যাওয়ায় তারা গ্রিডটি চালু রাখতে পারেননি। আবার কবে নাগাদ চালু করা যায় এ নিয়ে নেসকোর সঙ্গে কথা বলছেন বলে জানান। চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, চরাঞ্চলে অর্ধলক্ষ মানুষের বাস। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকের বাড়িতে ফ্রিজ, টেলিভিশন আছে, যা তারা ব্যবহার করতে পারছেন না।

গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল জানান, চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ থাকায় অনেকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় নাগরিকরা ভোগান্তির মধ্যে পড়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর