শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
চট্টগ্রাম মহানগর বিএনপি

যোগ্যদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলের হাইকমান্ড। এ নিয়ে অনেকের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও যোগ্য ও ত্যাগীদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি উঠেছে জোরেশোরে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ বলেন, কমিটি কখন করা হবে একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন। তবে কমিটিতে কারা আসবেন এ বিষয়ে তিনি হোমওয়ার্ক করে রেখেছেন। কমিটি কখন হবে, কারা আসছেন বা আহ্বায়ক কমিটি হবে নাকি পূর্ণাঙ্গ কমিটি হবে সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের ওপর। নগর বিএনপির নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা। কাদের হাতে আসছে দেশের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সিটিতে বিএনপির নেতৃত্ব। সর্বশেষ ২০২০ সালের ২২ ডিসেম্বর নগর বিএনপির তৎকালীন সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে সদস্যসচিব করে ৩৯ সদস্যবিশিষ্ট নগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর