শিরোনাম
রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

বান্দরবানে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুরতে এসে খাইরুল আহমেদ আবিদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করা অবস্থায় খিচুনিতে তার মৃত্যু ঘটে। লামা থানার ওসি শামীম শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে ১২ জনের এক পর্যটক দল শুক্রবার সকালে উপজেলার চৈক্ষ্যং এলাকায় পৌঁছে এবং বিকালে তারা মারাইতং পাহাড়ে গিয়ে তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করে। সবাই মিলে আড্ডা দেওয়ার সময় রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ খাইরুল আহমেদের খিচুনি শুরু হয়। এ সময় তাকে উদ্ধার করে পাশের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খাইরুল আহমেদকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, মৃতের পরিবারের লোকজন পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. জুনাইয়েদ জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- প্রচ  গরমে খাইরুল আহমেদের খিচুনি উঠে মৃত্যু ঘটতে পারে।

খাইরুল আহমেদ আবিদ বগুড়া জেলার জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ খবর