রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত জাতীয় বাজেটে ৬ কোটি শ্রমিকের জন্য আলাদাভাবে কোনো খাত বরাদ্দ দেওয়া হয়নি। তাই শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গ্রীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি সুলতানা আক্তার প্রমুখ। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, বাজেটে শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা খাত থাকলেও শ্রমিকদের জন্য কোনো খাত নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে ১৪ লাখ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুযোগ সবিধা বাদে শুধু বেতন-ভাতার ব্যয় বরাদ্দ ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। কিন্তু বাজেটের এ টাকার অঙ্ক অথবা ১০ শতাংশ বরাদ্দ দিলে বাংলাদেশের গার্মেন্টসহ ৬ কোটি শ্রমিকের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করে শ্রমজীবী মানুষকে খাদ্য নিরাপত্তার সুরক্ষা দেওয়া সম্ভব।

 

 

সর্বশেষ খবর