রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিআরটিএর অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফিটনেস ও রুট পারমিট না থাকায় পাঁচ যানবাহন মালিককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না করায় তিন যানবাহন ডাম্পিং করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম। গতকাল নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোডে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ফিটনেস না থাকায় দুই যানবাহন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা, রুট পারমিট না থাকায় দুই যানবাহন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য মামলায় ১টি যানবাহন মালিককে ১ হাজার টাকাসহ পাঁচটি যানবাহন মালিককে সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় তিনটি ড্রাম ট্রাক ডাম্পিং করা হয়।

 

 

সর্বশেষ খবর