রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ন্যাম কবিতা পুরস্কার পেলেন হাসান আল আবদুল্লাহ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘২২তম ন্যাম আন্তর্জাতিক কবিতা পুরস্কার’ পেলেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসান আল আবদুল্লাহ। লেবাননে ‘ন্যাম ফাউন্ডেশন’র হেডকোয়ার্টার থেকে গত ১৭ জুন এ পুরস্কার ঘোষণা করা হয়। মোট চারটি শাখায় বিশ্বের নানা দেশের কবিদের এ পুরস্কার দেওয়া হয়। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের (গোপালপুর) সন্তান হাসান আল আবদুল্লাহ পুরস্কারটি পেয়েছেন ক্রিয়েটিভিটি ক্যাটাগরিতে। এর আগে এ বছরের জানুয়ারি মাসে হাসান আল আবদুল্লাহকে এ পুরস্কারের জন্য নমিনেশন দেন পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রেসিডেন্ট কবি কাজিমেয়ারেজ বুরনাত। উল্লেখ্য, কবি হাসান আল আবদুল্লাহ ইতিপূর্বে আরও দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে পেয়েছেন হোমার ইউরোপীয় কবিতা পুরস্কার ও ২০২১ সালে পেয়েছেন ক্লেমেন্স জেনেস্কি কবিতা পুরস্কার।

তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশের অধিক। তাঁর কবিতা অনূদিত হয়েছে ১৪টি ভাষায়, স্থান  পেয়েছে ১৮টি আন্তর্জাতিক এন্থোলজিতে।

 

সর্বশেষ খবর