রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

অভিমানে গলায় ফাঁস গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক মনোমালিন্যের জের ধরে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সুবর্ণা নামে এক গৃহবধূ। রাজধানীর মুগদায় এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার রাত ২টায় মুগদার উত্তর মান্ডা ছাতা মসজিদ গলি নয়া মিয়ার বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। মুগদা থানার এসআই আঙ্গুরা আক্তার সিমা জানান, পুলিশ সুবর্ণা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পারিবারিক মনোমালিন্যের জের ধরে অভিমান করে গলায় ফাঁস নিয়ে সুবর্ণা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সুবর্ণা জামালপুর সদর উপজেলার ছয়েনটিয়া গ্রামের মৃত জুলহাস মিয়ার মেয়ে। তার স্বামীর নাম আবদুল মান্নান। পেশায় একজন মাছ বিক্রেতা।

 

 

 

 

 

 

 

সর্বশেষ খবর