সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার অঙ্গীকার

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার অঙ্গীকার

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপিত হয়েছে। গতকাল এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো জাতির পিতার সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, র‌্যালি, আলোচনা সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে ক্ষমতাসীনরা দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি পরাজিত করার মধ্য দিয়ে রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে গতকাল সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তিনি আরেক বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম প্রমুখ।

দলের কেন্দ্রীয় নেতাদের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। এ ছাড়া মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ধানমন্ডি-৩২ নম্বর এবং তার আশপাশ এলাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত নেতাদের ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার প্রমুখ। কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে রবিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের র‌্যালি : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেল। তেজগাঁও শাহপন্থি শাহ মাজার হেফজ ও এতিম খানায় কেক কাটেন তারা। এতে বক্তব্য রাখেন স্মার্ট প্যানেলের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, মহাসচিব প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন, আবদুল করিম সরকার, শাহজাহান প্রমুখ। এ ছাড়া দেশের বিভিন্ন্ স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : খুলনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, নুর ইসলাম বন্দ ও মুন্সি মাহবুব আলম সোহাগ। রাজশাহী : প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবীণ ১৮ নেতাকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা। এর আগে সকালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বগুড়া : বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের সাতমাথা মুজিবমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহসভাপতি প্রদীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল, শাহ আখতারুজ্জামান ডিউক, নাসরিন রহমান সীমা, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি প্রমুখ।

 

সর্বশেষ খবর