শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

কবি মাশুক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

কবি মাশুক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট কবি ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে অভিভাবকতুল্য এই অগ্রজ সহকর্মীকে। মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি সংবাদ, খবর, দেশসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেছেন। বাংলাদেশ প্রতিদিন ছিল তাঁর সর্বশেষ কর্মস্থল।

ষাটের দশকের শেষভাগের কবি মাশুক চৌধুরীর প্রকাশিত ৯টি কাব্যগ্রন্থের মধ্যে ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা’, ‘অত্যাগসহন’ ও ‘নদীর নাম দুঃসময়’ অন্যতম। প্রচারবিমুখ এই কবি ও সাংবাদিক তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিতাস সাহিত্য পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা, কবি ফজল শাহাবুদ্দীন স্মৃতিপদক, ঘাসফুল প্রভৃতি পুরস্কার ও সম্মাননা লাভ করেন। মাশুক চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সদস্য কবিদের মাসিক সংকলন ‘কবিতাপত্র’র সম্পাদক ছিলেন।

সর্বশেষ খবর