সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের সড়ক পরিবহন খাতের বৃহত্তর সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে সংগঠনের কোটি কোটি টাকা আত্মসাৎ, মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা আদায় এবং সংগঠন পরিপন্থি কার্যকলাপের অভিযোগ এনেছে ঢাকা জেলার ছয়টি সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের ১২ জন সভাপতি ও সাধারণ সম্পাদক। ফেডারেশনের সভাপতি বরাবর গত ২২ জুন দেওয়া অভিযোগে বলা হয়, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সেই বিভেদকে পুঁজি করে ঢাকা মহানগরীস্থ শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে যাতে আমাদের সুসম্পর্ক না থাকে এ ব্যাপারে সবসময় নানা প্ররোচনা ও অসৎ পরামর্শ প্রদান করেন, যা সংগঠনের পরিপন্থি। উল্লেখ্য, মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিকদের সঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির গত ১১ মাস বিভেদের মূলে ছিলেন সাধারণ সম্পাদক ওসমান আলী।

চিঠিতে জরুরিভিত্তিতে ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে দাবি জানানো হয়। চিঠিতে আরও বলা হয়, যতক্ষণ পর্যন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেডারেশনের সব কর্মসূচি থেকে বিরত থাকব এবং যেহেতু অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে, সেহেতু আমাদের কর্তৃক ফেডারেশনের যে টাকা টার্মিনাল থেকে দৈনিক জমা দিই তা দেওয়া থেকে বিরত থাকব। যেসব সংগঠনের সভাপতি ও সম্পাদক ফেডারেশনের সভাপতির কাছে সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সেগুলো হচ্ছে- ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সর্বশেষ খবর