সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

‘চিরন্তন চট্টগ্রাম’ গ্রন্থ প্রকাশের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ‘ঐতিহ্য কর্নার’ স্থাপন ও ‘চিরন্তন চট্টগ্রাম’ শীর্ষক গ্রন্থ প্রকাশের উদ্যোগ একটি ঐতিহাসিক কাজ হবে। ‘চিরন্তন চট্টগ্রাম’ হবে আগামী প্রজন্মের জন্য একটি তথ্যভিত্তিক সমৃদ্ধ ডকুমেন্ট। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সাবেক মুখ্য সচিব আবদুল করিম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি সাংবাদিক আবুল মোমেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পিএচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, ইস্পাহানি গ্রুপের কর্ণধার সালমান ইস্পাহানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল কাশেম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সেকান্দর চৌধুরী প্রমুখ।

 

 

সর্বশেষ খবর