সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

কেএনএফ সংশ্লিষ্টতায় আরও একজন গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি এবং ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সংশ্লিষ্টতায় আরও একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, শনিবার রুমা উপজেলা সদর থেকে ‘কেএনএফ’ সন্দেহে একজনকে গ্রেফতার করে রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী। বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাইলুক বমকে (৪০) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের এজলাসে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র ও টাকা লুট, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় এ পর্যন্ত ২৫ জন নারীসহ মোট ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটি মামলা করা হয়।

 

সর্বশেষ খবর