সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

সূচক লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব মূল্যসূচক বেড়েছে। ঈদের পর লেনদেন হওয়া তিন কার্যদিবসেই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইতে  লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২৩২টি এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮০ লাখ টাকা। টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার।  কোম্পানিটির ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৫টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

 লেনদেন হয়েছে ১০ কোটি ৯৮ লাখ টাকা।

সর্বশেষ খবর