মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রধান বিচারপতি কাল বগুড়ায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করবেন

বগুড়া প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বগুড়া জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের সুবিধার্থে ৫৩ লাখ টাকায় নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ বুধবার দুপুরে উদ্বোধন করবেন। জানা গেছে, মূলত দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের অসুবিধার কথা চিন্তা করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি অনন্য ও দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ। ১ হাজার বর্গফুট আয়তনের ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য আছে ১টি রুম, ৫৭ আসনের কক্ষ। এ ছাড়া রয়েছে দুগ্ধপোষ্য শিশু ও মাদের জন্য সুসজ্জিত ব্রেস্ট ফিডিং কর্নার এবং নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট, জরুরি প্রয়োজনে কেনার জন্য থাকবে খাদ্য বিপণি। ন্যায়কুঞ্জ চালু হচ্ছে- এ খবরে বিচারপ্রার্থীরা খুশি। তাদের আর রোদ বৃষ্টি মাথায় নিয়ে ভোগান্তি পোহাতে হবে না। ধুনটের সোনাহাটা এলাকার কবির উদ্দিন বলেন, মামলার কারণে মাঝেমধ্যে আদালত চত্বরে আসতে হয়। বসার জায়গা না থাকায় উকিল সাহেবদের ঘরে অথবা মুহুরিদের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। ন্যায়কুঞ্জ উদ্বোধন হলে সেই কষ্ট লাঘব হবে। শহরের চারমাথা এলাকার বিপুল জানান, সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় নারীদের, তাদের টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেশি হতো, ন্যায়কুঞ্জে পৃথক টয়লেট থাকায় সবাই সুবিধা পাবেন। প্রধান বিচারপতি ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর বগুড়া জেলা জজ আদালতের সভাকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও বার সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর