মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগের পকেট কমিটি করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে টঙ্গিবাড়ী উপজেলায় পকেট কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ করেছেন পদবঞ্চিত ও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা। তাদের দাবি, মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদককে বাদ দিয়ে ও নির্বাচিত সভাপতিকে না জানিয়ে অনির্বাচিতদের দিয়ে অগণতান্ত্রিকভাবে পকেট কমিটি দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক। এ সময় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম হাওলাদার, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ আল মুজাহিদ স্বপন হওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর