মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ফারুক রহমান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই। বিগত ১৫ বছরে কখনোই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার। সরকারই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক। গতকাল রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন এবং যুগ্ম মহাসচিব মো. শরিফুল ইসলাম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর