শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

পাঁচ দিন পর দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিন পর দরপতনে শেয়ারবাজার

টানা পাঁচদিন ঊর্ধ্বমুখী থাকার পর শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। ঈদের আগে দুই এবং পরে তিন কার্যদিবস মূল্যসূচক বাড়ে শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৫৫টি প্রতিষ্ঠানের। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে পাঁচ হাজার ২২০ পয়েন্টে নেমে গেছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ছয় কোটি ৮৮ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৯৮ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর