বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

জাপানকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাপানকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বৃদ্ধির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।

এ সময় জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে সহযোগী হিসেবে জাপানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফল দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া ২০২৬ সালে নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার ওপরও জোর দেন ড. হাছান মাহমুদ।

সর্বশেষ খবর