শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে শরীফার গল্প

নিজস্ব প্রতিবেদক

সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে বহুল আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিবর্তে নতুন আরেকটি গল্প সংযোজন করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান এ বিষয়ে বলেন, আমরা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। সে আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই শরীফার গল্প নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে সৃষ্ট একটি ঘটনায় গল্পটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

পরে ২৪ জানুয়ারি ‘শরীফার গল্প’ পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটিও শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। এরই আলোকে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করে মন্ত্রণালয়।

সর্বশেষ খবর