শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কক্সবাজারের হোটেল থেকে অস্ত্র কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এবং শহরের কলাতলীর মেরিন ইকো রিসোর্ট থেকে অস্ত্র চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি মডিফায়েড থ্রিনট থ্রি রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  গত মঙ্গলবার রাতে র‌্যাব-১৫ এর পৃথক দুটি টিম এ অভিযান চালায়। এ বিষয়ে গতকাল দুপুরে স্থানীয় র‌্যাব  কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জামিলুল হক নিশ্চিত করেন। র‌্যাব-১৬ এর একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুন কবির নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও গুলি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব টিম কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত মেরিন ইকো রিসোর্ট নামে একটি হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের মালিক কক্সবাজার শহরের বাসিন্দা কাজী জাফর সাদেক রাজুর (৪০) ব্যক্তিগত রুম থেকে উদ্ধার করা হয় একটি মডিফায়েড থ্রিনট থ্রি রাইফেল। প্রেস ব্রিফিংয়ে জামিলুল হক জানান, গ্রেফতারকৃত দুজনই দেশি-বিদেশি অস্ত্র কারবারে জড়িত। চট্টগ্রাম কক্সবাজার ও খাগড়াছড়ি কেন্দ্রিক একটি সিন্ডিকেটের সদস্য তারা। খাগড়াছড়ি সীমান্ত থেকে দেশি-বিদেশি অস্ত্র এনে তারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করছিলেন।  গ্রেফতার হওয়া দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, অস্ত্র দুটি তারা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রির জন্য এনেছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর