শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা
সংসদে তথ্য

পদ্মা সেতু থেকে ১ হাজার ৬৩১ কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু থেকে ১ হাজার ৬৩১ কোটি টাকা টোল আদায়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে জানিয়েছেন, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ১৯ জুন পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে মোট ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে গতকালের বৈঠকে সরকারদলীয় সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ৪ হাজার ১৬৬টি সেতু রক্ষণাবেক্ষণে ব্যয় ১ হাজার ৯১৮ কোটি ৯৩ লাখ টাকা নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বর্তমানে দেশে ছোট-বড় ৪ হাজার ১৬৬টি সেতু রয়েছে।

 সেতুগুলো রক্ষণাবেক্ষণে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১ হাজার ৯১৮ কোটি ৯৩ লাখ টাকা খরচ হয়েছে। চলতি অর্থবছরে সেতুগুলো রক্ষণাবেক্ষণ খাতে ৩৫৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর