শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

পরিবেশ দূষণে আন্তসীমান্ত সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ দূষণের আন্তসীমান্ত সমস্যা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৮ শতাংশ হওয়া স্বত্তেও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, ভুটানের থিম্পুতে গত বুধবার অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠন (সাকেপ) এর বিদায়ী চেয়ারম্যান হিসেবে গভর্নিং কাউন্সিলের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে তিনি জানান, সাকেপের চলমান প্রকল্পগুলোর মধ্যে ১২টি আঞ্চলিক অনুদান প্রকল্প এবং ১৮টি উদ্ভাবন অনুদান প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই চলছে। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এসব প্রকল্প পরিচালনা করছে।

দক্ষিণ এশিয়ার পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সমন্বিত প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর