শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে : নাছিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ ও ধারাবাহিকতা রক্ষা করতে হবে। একটি দেশ, একটি জাতি তখনই এগিয়ে যেতে পারে যদি তাদের নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হয়। গতকাল রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের একজন শেখ হাসিনা আছেন। যিনি বাংলাদেশকে পরিবর্তন ও রূপান্তর করে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছেন। তিনি আমাদের দারিদ্র্য, অভাব-অভিযোগ দূর করে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন।

দেশের এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারেনি। এর সবটাই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর