শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে মামলা করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক এক নেত্রী। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. শামসুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার এজাহার গ্রহণ করার জন্য হাজারীবাগ থানা পুলিশকে নির্দেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. ওয়াকিলুর রহমান ও হুমায়ুন কবির সবুজ। মামলায় আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হোটেল, রিসোর্ট ও বাসায় নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ আনেন বাদী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর