শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানি তেল পরিবহনে পাইপলাইন হচ্ছে, আরও হবে। এগুলোর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

গতকাল প্রতিমন্ত্রী ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেশে বিদ্যমান প্রায় ২ হাজার ২০০ পেট্রল পাম্প নিয়মিত পরিদর্শন করা হয় না। ফলে কাক্সিক্ষত সেবা থেকে গ্রাহক বঞ্চিত হচ্ছেন। তেলের অপচয় ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে তেল পরিবহনের যানবাহনগুলোকে নিয়মিত অডিট করা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর