শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি, মারা গেছেন ৫৩ জন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। ৬১টি ফ্লাইটে দেশে এসেছেন তারা। হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। এখন পর্যন্ত ৬১টি ফ্লাইটে মোট ২৬ হাজার ৯০৯ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭টি, সৌদি এয়ারলাইনস ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এ বছর হজ পালন করতে গিয়ে যে ৫৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫০ জনের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টালটি। বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করতে পারেনি।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর