শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পরিবেশগত বিপর্যয় ও বিষ প্রয়োগে মাছ মরার প্রবণতা বৃদ্ধি

হালদায় মা মাছ ও ডলফিনের মৃত্যু অবশ্যই অস্বাভাবিক ঘটনা।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের কুমারখালী থেকে দুটি কাতলা ব্রুড মাছ উদ্ধার করা হয়েছে। গতকাল মাছ দুটি উদ্ধার করা হয়। একটির ওজন ১০ কেজি, দৈর্ঘ্য ৫৮ সেন্টিমিটার এবং অন্যটির ওজন ১২ কেজি ৫০০ গ্রাম, দৈর্ঘ্য ৯৮ সেন্টিমিটার। এর মধ্যে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলাটির মৃত্যু বিশ্লেষণের জন্য হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্রে জানা যায়, ২৬ জুন হালদার উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১০ কেজি ওজনের একটি মৃত মাছ উদ্ধার করা হয়। তা ছাড়া কয়েকদিন আগে একটি ডলফিনের মৃত্যু হয়।

পক্ষান্তরে এ বছর মা মাছ নমুনা ডিম দিলেও পুরো মাত্রায় ডিম ছাড়েনি। চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদায় মা মাছ ও ডলফিনের মৃত্যু অবশ্যই অস্বাভাবিক ঘটনা। আরও একটি হতাশাজনক বিষয় হলো, ২০১৬ সালের পর হালদায় এ বছরই সবচেয়ে কম পরিমাণ ডিম দিয়েছে, যা পরিমাণে নমুনা ডিমের চেয়ে একটু বেশি। শাখা খালগুলোর দূষণের কারণে পরিবেশগত বিপর্যয় এবং বিষপ্রয়োগে মাছ মারার প্রবণতা বৃদ্ধি পাওয়া প্রাথমিকভাবে অন্যতম কারণ বলে আমরা মনে করি। তবে হালদা নদী রক্ষার জন্য বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিপর্যয় রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর