শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পরকীয়ার জেরে খুন

দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে পরকীয়ার জেরে সাদ্দাম হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, নগরীর হাজীরহাট রনচন্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। গতকাল তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বিকালে নগরীর সেন্ট্রাল রোডের মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, স্বামী বয়স্ক হওয়ায় শারীরিক চাহিদাপূরণ করতে না পারায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শাহনাজ। বছরখানেক আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গেও শাহনাজ পরকীয়ায় জড়িয়ে পড়েন। শাহনাজ এক পর্যায়ে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন।  শাহনাজ বিষয়টি মঞ্জুরুলকে জানায় এবং যে কোন মূল্যে তাকে পথ থেকে সরিয়ে দিতে বলে। ২৬ জুন রাত ২টার দিকে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল। হত্যার পর তা শাহনাজকে জানায়। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকতেন। একাই একটি ঘরে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তারা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবে।

 

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর