শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ বাংলাদেশ থেকে আরও সেনা চায়

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশন্স জ্যঁ পিয়েরে লাখোয়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী প্রেরণের অনুরোধ জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠানে এ অনুরোধ জানানো হয়। ‘শান্তিরক্ষা কার্যক্রমে অভিনব কৌশল ও সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদৌলে সানিয়াং, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশন্স জ্যঁ পিয়েরে লাখোয়া এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ফর অপারেশনাল সাপোর্ট অতুল খারের সঙ্গে তিনটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২৬-২৭ জুন দুই দিনব্যাপী জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর