শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

টাকা মিলল ঢাবি ক্যান্টিনের খাবারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মোহাম্মদ মুহসীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ১০ টাকার নোট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি সবার নজরে আসে। গতকাল দুপুরে ঘটে এ ঘটনা।

জানা গেছে, ঢাবির হাজী মোহাম্মদ মুহসীন হলের ক্যান্টিনে খাবার অর্ডার করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী শামীম। তাকে সরবরাহ করা মাংসের তরকারিতে পাওয়া যায় ১০ টাকার নোট। বিষয়টি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামে ফেসবুক গ্রুপে একই হলের ইসলামিক স্টাডিজ বিভাগের আবাসিক শিক্ষার্থী মঈনুদ্দিন গাউছ টাকাসহ খাবারের ছবি পোস্ট করলে সবার সামনে আসে।

এ বিষয়ে ভুক্তভোগী শামীম বলেন, খাবারের টোকেন নিয়ে খেতে বসলে রান্না করা তরকারিতে একটি ১০ টাকার নোট দেখতে পাই। সেটি নিয়ে ক্যান্টিন ম্যানেজারের কাছে গেলে তিনি ভুল স্বীকার করে খাবারটি পাল্টে দিতে বলেন। মাংসের সঙ্গে ১০ টাকার এ নোটটিও রান্না হয়েছে জানান তিনি।

ক্যান্টিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে। এ ঘটনায় আমরা দুঃখিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর