শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

সততা, নিষ্ঠা ও দক্ষতার বলেই দেশ এগিয়ে যাচ্ছে

-নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন  প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতা আছে বলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের রোড মডেল হয়েছে। অনেক সমালোচনা আছে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নৈতিকতা ও দক্ষতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে এপিএ-তে ৯৬.০৬ নম্বর পেয়েছে। বৈশ্বিক পরিস্থিতিতেও ৯৬.০৬ নম্বর বাস্তবায়ন করতে পেরেছে এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর