শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

রাতারগুলে যাওয়ার পথে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের পর্যটন স্পট রাতারগুলে যাওয়ার পথে চেঙ্গেরখাল নদীর পানিতে তলিয়ে যাওয়া কিশোর শামীম আহমদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। নিহত শামীম সিলেট মহানগরের বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে। গত শুক্রবার বিকাল ৬টার দিকে চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

জানা যায়, শামীম ও তার তিন বন্ধু সিলেট মহানগর থেকে বাইসাইকেল চালিয়ে রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশমুখ মোটরঘাট খেয়াঘাটে যায়। এ সময় তারা রাতারগুল সংলগ্ন সিলেট এয়ারপোর্ট থানাধীন চেঙ্গেরখাল নদীতে গোসল করতে নামে। কিন্তু তিনজন সাঁতার জানার কারণে উঠে আসতে পারলেও শামীম স্রোতের টানে তলিয়ে যায়। ১৫ ঘণ্টা পর গতকাল উদ্ধার করা হয় শামীমের লাশ।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন- শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে জাল ফেলে শামীমের লাশ উদ্ধার করে। পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর