শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

চোরাই চিনির ট্রাক আটক করে পুলিশে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারত থেকে চোরাই পথে সিলেটে আসা এক ট্রাক চিনি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ। ট্রাকে ১১৭ বস্তা চিনি ছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মহানগরের আম্বরখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ছাত্রলীগ নেতা কিশওয়ার জাহান সৌরভের বাসা আম্বরখানা এলাকায়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আম্বরখানা এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পড়লে সৌরভ সেখানে যান। সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, ট্রাকে তল্লাশি করে চোরাই পথে আনা ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। তবে কাউকে আটক করা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর